জগন্নাথে ছাত্রলীগ কর্মীকে পেটালো দলীয়রা
ইসরাফিল, ঢাকাটাইমস
০৪ সেপ্টেম্বর, ২০১৬ ২০:২৯:৩৩

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামের কর্মী আলম নামের এক শিক্ষার্থীকে পিটিয়েছে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের কর্মীরা। রবিবার দুপুর পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলম বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচে মোবাইলফোনে কথা বলছিলেন। হঠাৎ করে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের অনুসারীরা আলমকে চারদিক দিয়ে ঘিরে ফেলে রড দিয়ে বেধড়ক পেটায়। এতে আলমের পাজরের হাড় ভেঙে গেছে বলে ধারণা করছেন উপস্থিত শিক্ষার্থীরা। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ এ বিষয়ে ঢাকাটাইমসকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তাই এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করিনি। কোনো লিখিত অভিযোগ এলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘আলম আমার কর্মী না। আলম এমনিতে ছাত্রলীগের সঙ্গে আছে এবং ছাত্রলীগের সাধারণ কর্মী। আলম কয়েকদিন আগে ওদেরকে মারধর করেছিল বলে তাদের অভিযোগ। সেই জের ধরে আজ ওরা আলমকে মারধর করেছে। আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারকে জানিয়েছি। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন।’
শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। সামনে নতুন কমিটি দেয়ার কথা। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ঘটনাটি এর অংশও হতে পারে।’
তিনি বলেন, ‘আমি আলমকে দেখে এসেছি এবং তার চিকিৎসার সব ব্যয়ভার আমিই বহন করছি।’
(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)