‘প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের স্থান নেই’
ঢাকাটাইমস ডেস্ক
০৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৯:৩৪

সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভা করেছে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়। শনিবার বিকালে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। এতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, রেজিস্ট্রার, সব বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, অভিভাবক, উদ্যোক্তা, স্থানীয় মসজিদের ইমামসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান আলোচক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর বলেন, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান অতীতে কখনও ছিল না এবং ভবিষ্যতেও যেন মাথাচড়া দিতে না পারে সে বিষয়ে আমরা কড়া নজর রাখছি।
সভায় অন্যান্যের মধ্যে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস-এর ডিন, প্রফেসর ড. এ. এইচ. এম. হাবিবুর রহমান; স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন, প্রফেসর শেখ মো. হাসানুজ্জামান এবং স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্স-এর ডিন, প্রফেসর ড. এ. জে. এম. ওমর ফারুক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লাসহ বিভাগীয় প্রধানরা।
(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/জেবি)