logo ১৮ এপ্রিল ২০২৫
সাংবাদিক সিদ্দিকুরের মুক্তি দাবি ডিআরইউ’র
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৬:৫৫
image



ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানের মুক্তি দাবি করেছে ঢাকা ডিআরইউ। সোমবার সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়।






সভায় ডিআরইউ নেতারা বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের দায়ের করা মামলায় সিদ্দিকুর রহমান খানকে গ্রেপ্তার করা হলেও কোন সংবাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট নয়। ফলে এই মামলায় একজন সাংবাদিককে গ্রেপ্তার করে তার প্রতি সুবিচার করা হলো কি না তা খতিয়ে দেখার দাবি রাখে।






সভায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও গ্রেপ্তারে প্রশাসনকে আরও সহিষ্ণু হওয়ার আহ্বান জানিয়ে সিদ্দিকুর রহমান যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করার দাবি জানান ডিআরইউ নেতারা।






ডিআরইউ সভাপতি জামালউদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, দপ্তর সম্পাদক মেহ্দি আজাদ মাসুম, নারী বিষয়ক সম্পাদক সুমি খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক জিলানী মিলটন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, ঝর্ণামনি, ওসমান গণি বাবুল, শফিকুল ইসলাম শামীম ও আজাদ হোসেন সুমন।






(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/জেবি)