logo ০৭ মে ২০২৫
এবারের হজে বাড়তি নিরাপত্তা
ঢাকাটাইমস ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪৩:১০
image



আগামীকাল রবিবার পালিত হবে পবিত্র হজ। ইতোমধ্যে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। ‘তাঁবুর শহর’ খ্যাত মিনায় জড়ো হয়েছেন ১৫ লক্ষাধিক মুসলমান। গত বছরের ভয়াবহ দুর্ঘটনার কারণে এবছর এই হজ অনুষ্ঠিত হচ্ছে কঠোর নিরাপত্তার মধ্যে। এজন্যে নতুন নতুন কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। খবর বিবিসির।






এবার কাবা শরিফের দুই কিলোমিটারের মধ্যে যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। হাজিদেরকে দেয়া হয়েছে ইলেকট্রনিক ব্রেসলেট, যাতে তাদেরকে খুব দ্রুত চিহ্নিত করা সম্ভব হয়।






হাজিদের এবার বিশেষ একটি পরিচয় বহন করতে হবে যা বেশ কয়েকটি জায়গায় পুলিশ পরীক্ষা করে দেখবে।






এ সপ্তাহের শুরুর দিকে মক্কায় প্রাথমিক ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে হাজিরা বাসে করে, ট্রেনে চেপে কিংবা পায়ে হেঁটে তিন মাইল দূরের মিনা শহরের দিকে অগ্রসর হবেন। এবছর মিনায় প্রচণ্ড গরম পড়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো।






রবিবার সকালে হাজিরা মিনা থেকে যাবেন আরাফাতের ময়দানে। সেখানেই সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা। হজের ইমাম খুতবা দেবেন।






গত বছরের হজের সময় হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পরে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংবাদদাতারা বলছেন, সৌদি আরব শুরু থেকেই এই সংখ্যাকে কমিয়ে দেখানোর চেষ্টা করছে। হজের ইতিহাসেই এতো বড় দুর্ঘটনা আগে কখনো ঘটেনি। যারা মারা গেছেন তাদের অনেকেই ইরানের।এই ঘটনাকে কেন্দ্র করে দুটো দেশের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়। দুর্ঘটনার জন্যে ইরান সৌদি আরবের ব্যবস্থাপনায় ত্রুটিকে দায়ী করে। এর ফলে ইরান থেকে হজ করতে এবছর কেউ সৌদি আরবে যেতে পারছে না। সৌদি সরকার বলছে, ইরান এই দুর্ঘটনাটিকে ঘিরে রাজনীতি করার চেষ্টা করছে।






(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেবি)