logo ১৯ এপ্রিল ২০২৫
টোল আদায়ে বঙ্গবন্ধু সেতুর রেকর্ড
মো. রেজাউল করিম, ঢাকাটাইমস
১২ সেপ্টেম্বর, ২০১৬ ২০:০৩:৪৪
image




ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ‘বঙ্গবন্ধু সেতু’ সর্বোচ্চ টোল আদায় করে গত আঠারো বছরের রেকর্ড ভেঙেছে। ৭ সেপ্টেম্বর সকাল থেকে ১২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ের টোল প্লাজা দিয়ে যাত্রীবাহী বাস, কোরবানির পশুবাহী  ট্রাকসহ ছোট বড় বিভিন্ন ধরনের ১ লাখ ৫ হাজার যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়।



গত পাঁচ দিনে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত যান চলাচল করায় ৮ কোটি ২৭ লাখ টাকার টোল আদায় করা হয়। এর মধ্য দিয়ে দেশে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড গড়লো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ সেতু।



বঙ্গবন্ধু সেতুর দায়িতপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, সেতু দিয়ে ৮ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ৯ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৬ হাজার ৯৫৫টি যানবাহন চলাচল করায় টোল আদায় হয়েছে ২ কোটি ১১ লাখ। ৯ থেকে ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ২৭ হাজার ৫১০টি যানবাহন চলাচল করায় টোল আদায় হয় ২ কোটি ১০লাখ। ১০ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১১ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৫ হাজার ৩০০টি যানবাহন চলাচল করায় ২ কোটি ৫ লাখ ও ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৫ হাজার ২৩৫টি যানবাহন চলাচলের ফলে টোল আদায় হয়েছে ২ কোটি ১ লাখ টাকা।



তিনি আরও বলেন, প্রতিদিন যেভাবে গাড়ি পারাপারের সংখ্যা বাড়ছে তাতে টোল আদায়ের এ রেকর্ড ৯ কোটিতে পৌঁছাতে পারে বলেও ধারণা করা হচ্ছে। যা হবে দেশের ইতিহাসে কোনো সেতুর ৯৬ ঘণ্টায় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।



এর আগে ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত হয় বঙ্গবন্ধু সেতু। এরপর দীর্ঘ ১৮ বছরে সেতুতে চলাচলরত যানবাহন থেকে ২৪ ঘণ্টায় ৯ থেকে ১০ সেপ্টেম্বর ২ কোটি ১১ লাখ টাকা সর্বোচ্চ টোল আদায় করা হয়।



এব্যাপারে টাঙ্গাইল পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, সেতুটি নির্মিত হওয়ার পর এই প্রথম ৯৬ ঘণ্টায় গাড়ি চলাচল করেছে ১ লাখ ৫ হাজার। আর এ থেকে টোল আদায় হয়েছে ৮ কোটি ২৭ লাখ টাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ফলে এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।



(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)