logo ০৬ মে ২০২৫
বিমান হামলায় আইএসের প্রপাগান্ডা প্রধান নিহত
আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৪৬:২৬
image



সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম জ্যেষ্ঠ নেতা ওয়ায়িল আদিল হাসান সালমান আল ফায়াদ নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন। খবর বিবিসির।






বিবিসি জানায়, নিহত ওয়াদিল আদিল হাসান ‘ড. ওয়ায়িল’ নামেও পরিচিত। তিনি আইএসের তথ্যমন্ত্রী ছিলেন। আইএসের শিরশ্ছেদের প্রপাগান্ডামূলক ভিডিও তৈরিতে তিনি তদারকি করতেন।






পেন্টাগন জানায়, সিরিয়ার রাক্কার কাছে ৭ সেপ্টেম্বর চালানো বিমান হামলায় তিনি নিহত হন।






গত মাসে সিরিয়ায় বিমান হামলায় নিহত হয় আইএসের শীর্ষ কৌশলবিদ আবু মুহাম্মদ আল আদনানি। তার ঘনিষ্ঠ ছিলেন ফায়াদ।






(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এসআই)