হিলারির দেহরক্ষীদের নিরস্ত্র করার প্রস্তাব দিয়ে বিতর্কে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫৫:৫৯

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনের দেহরক্ষীদের নিরস্ত্র করার প্রস্তাব দিয়ে সমালোচনার মুখে পড়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
শুক্রবার মিয়ামিতে এক নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হিলারির দেহরক্ষীদের সব অস্ত্র ফেলে দেয়া উচিত বলে আমি মনে করি। তাদের অস্ত্র নিয়ে নেয়া হোক, কারণ তিনি (হিলারি) অস্ত্র চান না। তাদের অস্ত্র নিয়ে নাও, দেখি তার কী হয়। এটা খুব বিপজ্জনক হবে।’
এমন বক্তব্যের মাধ্যমে ট্রাম্প ‘মানুষকে সহিংস হতে প্ররোচিত করেছেন’ বলে দাবি করেছে ডেমোক্র্যাট।
হিলারির মুখপাত্র রবি মুক বলেন, ‘র্যালিতে অংশগ্রহণকারীদের উস্কে দেয়ার জন্য অথবা তামাশা করে এই কথা বলেছেন ট্রাম্প। কেউ যদি সর্বাধিনায়ক হতে চায় তাহলে তার জন্য এটি একটি অগ্রহণযোগ্য যোগ্যতা।’ একজন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এই ধরনের বক্তব্য সীমালঙ্ঘন বলেও দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত বন্দুক রাখাতে আইন কড়াকড়ি করার আহ্বান জানিয়েছিলেন হিলারি ক্লিনটন। দ্বিতীয় সংশোধনীর ব্যাপারে তিনি তার সমর্থন জানিয়েছেন। জুলাইয়ে অনুষ্ঠিত ডেমোক্রেট দলের সম্মেলন হিলারি বলেছিলেন, ‘আপনাদের কাছ থেকে বন্দুক কেড়ে নিতে আমি এখানে আসি নাই।’
এই প্রসঙ্গ টেনে নিজ দলের সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘বিরোধীরা আপনাদের দ্বিতীয় সংশোধনী ধ্বংস করে দিতে চায়।’
কয়েকমাস ধরেই উভয় প্রেসিডেন্ট প্রার্থীকে সিক্রেট সার্ভিসের দেহরক্ষীরা নিরাপত্তা দিয়ে আসছে। কিন্তু হিলারির নিরাপত্তা নিয়ে ট্রাম্পের এ ধরনের বক্তব্যে মানুষজন দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে, বিশেষ করে হিলারির সমর্থকরা।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এসআই/এমআর)