logo ০৬ মে ২০২৫
ইয়েমেনে বেসামরিক এলাকায় সৌদি বিমানের তিন হাজার হামলা
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৩:২৫
image



মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে সৌদি বাহিনীর অভিযানে একের পর এক হামলা হচ্ছে বেসামরিক এলাকায়। সাম্প্রতিক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় বছরে সৌদি বিমানবাহিনী ইয়েমেনের বেসামরিক স্থাপনায় তিন হাজারের বেশি হামলা চালিয়েছে।






ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে ২০১৫ সালের মার্চ থেকে দেশটিতে অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জাতিসংঘের হিসাব অনুযায়ী গত আগস্ট পর্যন্ত এই হামলায় সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদের উল্লেখযোগ্য সংখ্যক শিশু। জাতিসংঘ একাধিকবার এসব হামলা বন্ধ করার তাগিদ দিলেও এসব আহ্বানকে পাত্তা দিচ্ছে না সৌদি আরব।






সৌদি বিমান হামলায় বেসামরিক যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আছে বাজার, স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এমনকি মসজিদ।






নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ক একদল গবেষক ‘ইয়েমেন ডাটা প্রজেক্ট’ নামে একটি জরিপ চালান। জরিপে ২০১৫ সালের মার্চ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত আট হাজার ৬০০ এরও বেশি বিমান হামলার তথ্য বিশ্লেষণ করা হয়। শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানে জরিপের এই ফলাফল প্রকাশিত হয়েছে।






গার্ডিয়ানে প্রকাশিত তথ্যানুযায়ী, বেসামরিক তিন হাজার ১৫৮টি স্থাপনার পাশাপাশি সৌদি বাহিনী হুতি বিদ্রোহীদের তিন হাজার ৫৭৭টি সামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে। আর এক হাজার ৮৮২টি হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারেনি জরিপকারীরা। 






জরিপে আরও বলা হয়, সৌদি আরব নেতৃত্বাধীন অভিযানে ৯৪২টি বিমান হামলা চালানো হয়েছে আবাসিক এলাকায়, ১১৪টি বাজারে, ৩৪টি মসজিদে, ১৪৭টি স্কুল ভবনে, ২৬টি বিশ্ববিদ্যালয়ে এবং ৩৭৮টি পরিবহনের উপর চালানো হয়েছে। তবে এসব হামলায় কতজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে সে বিষয় এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। উন্মুক্ত এবং ঘটনাস্থলের তথ্যের ভিত্তিতে জরিপটি চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। 






প্রতিবেদনে বলা হয়, একটি স্কুলে নয় বার এবং একটি বাজারে ২৪ বার হামলা চালানো হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট দেশগুলো গত ১৮ মাসের মধ্যে পাঁচ মাস সামরিক স্থাপনার চেয়ে বেসামরিক স্থাপনায় বেশি হামলা চালিয়েছে।






সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করে বলেছেন, এই প্রতিবেদন ‘মাত্রাতিরিক্ত অতিরঞ্জিত।’ তিনি জরিপের পদ্ধতিকেও চ্যালেঞ্জ করেছেন।






(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এসআই)