logo ০৬ মে ২০২৫
ফেব্রুয়ারিতে শুরু হতে পারে ব্রেক্সিট কার্যক্রম
আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫৯:০৪
image



ইউরোপিয়ান ইউনিয়ন(ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম ২০১৭ সালের প্রথম দিকে প্রধানমন্ত্রী থেরেসা মে শুরু করতে পারেন বলে জানিয়েছেন ইইউ’র এক শীর্ষ কর্মকর্তা। খবর বিবিসির।   






ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জানান, থেরেসা মে তাকে বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য এই বিষয়ে আলোচনা শুরু করতে পারে।






বিবিসির সাংবাদিক টম বেটম্যান জানান, এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, দুই বছরব্যাপী ব্রেক্সিট কার্যক্রম শুরু হতে যাচ্ছে।  






থেরেসা মে’র কার্যালয় থেকে বলা হয়েছে, প্রক্রিয়াটি এ বছর শুরু হচ্ছে না। তবে টাস্কের হিসাবের বিষয়টিও নিশ্চিত নয়।  






বিবিসি জানায়, লিসবন চুক্তির ৫০ ধারা থেকে যুক্তরাজ্য সরে না আসা পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম বা আলোচনা শুরু করা যাচ্ছে না। থেরেসা মে’র সরকার কবে এই প্রক্রিয়া শুরু করবে তার পরিষ্কার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। ফলে ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর কার্যক্রমটি অনিশ্চয়তা দোলাচলে দুলছে। এই ব্লকের সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তাও অনিশ্চিত। বিশেষ করে যুক্তরাজ্যের যেহেতু একটি একক বাজারে থাকার ইচ্ছা। 






শুক্রবার স্লোভাকিয়ার রাজধানীতে ব্রাতিসিলভাতে বেক্সিট পরবর্তী ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নির্ধারণে অনানুষ্ঠানিক এক সম্মেলনে শুরু হয়েছে। ব্রিটেন ছাড়া ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। সেখান থেকেই ডোনাল্ড টাস্ক এসব কথা বলেছেন।






গত সপ্তাহে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে এক বৈঠকে অংশগ্রহণ করেন টাস্ক।






ডোনাল্ড টাস্ক বলেন, ‘প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে আমার খোলাখুলি আলোচনা হয়েছে। তিনি ঘোষণা করেছেন, ‘এ বছর ৫০ ধারা থেকে সরে আসা প্রায় অসম্ভব। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হতে পারে।’






(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এসআই/জেবি)