শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি আবেদনের সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৩৫:২৩
স্কুল কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি, টাইমস্কেল, উচ্চতর স্কেলসহ অন্যান্য আবেদন শিক্ষা অধিদপ্তরে জমার সময়সীমা বাড়ানো হয়েছে। অন্যান্য মাসে তা ১৫ তারিখের মধ্যে জমা দেয়ার নিয়ম থাকলেও এবার ঈদুল আজহার কারণে তা ১৮ তারিখ পর্যন্ত করা হয়েছে। সে হিসেবে আগামীকাল রবিবারের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এই আবেদন করতে হবে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপ-পরিচালকরা চলতি মাসের ১৮ তারিখের মধ্যে যেসব আবেদন পাঠাবেন শুধু সেগুলোই সেপ্টেম্বর মাসের এমপিওর সভায় উপস্থাপন ও নিষ্পত্তি করা হবে।
শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান ঢাকাটাইমকে বলেন, প্রতি মাসে এমপিওভুক্তির সভা অনুষ্ঠিত হয়। ১৫ তারিখের মধ্যে আবেদন জমা দেয়ার নিয়ম রয়েছে। তবে এ মাসে ঈদুল আজহার ছুটি থাকায় কয়েকদিন কাজ করতে পারেননি শিক্ষা কর্মকর্তারা। তাই সময় বাড়ানো হয়েছে।
তবে তিনি জানান, সময় বাড়ানো শুধু চলতি সেপ্টেম্বরের জন্যই কার্যকর হবে। অন্যান্য মাসে ১৫ তারিখের মধ্যেই এই আবেদন করতে হবে।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এইচআর/জেবি)