বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ৩০ শিক্ষার্থী
বরিশাল প্রতিনিধি, ঢাকা টাইমস
১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৪৩:০৭
বরিশালে ফল পুনঃনিরিক্ষার আবেদন করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করলেন ত্রিশজন শিক্ষার্থী। শনিবার বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পুনঃনিরিক্ষণের এ ফল ঘোষণা করেন।
এতে দেখা গেছে, ফল পুনঃনিরিক্ষণের জন্য ১৯ হাজার ৬৯৯ শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ৫ হাজার ৭২৬ জনের আবেদন গৃহীত হয়।
তাদের মধ্যে মোট ৭৮ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। ৩০ জন ফেল করা শিক্ষার্থী পাস মার্ক পেয়েছেন। জিপিএ-৫ বেড়েছে মাত্র ২ পরীক্ষার্থীর।
গত ১৮ আগস্ট এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এবার বরিশাল বোর্ডের পাসের হার ছিল ৭০ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৮৭ জন।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)