রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটায় এ ফল প্রকাশ করা হয়।
এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা মিলে ৪০ হাজার ৮১৬ জন ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল। পাস করেছে ১২২ জন। এ খবর নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ।
তিনি জানান, ৪০ হাজার ৮১৬ জন আবেদন করে ১১২ জন উর্ত্তীণ হয়েছে। সাতটা থেকে ফল রাজশাহী শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেখান থেকে সবাই ফল জানতে পারবে।
আগস্ট মাসের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় দেয়া ছিল।
(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)