logo ২০ এপ্রিল ২০২৫
শিক্ষা দিবসকে জাতীয়ভাবে পালন না করায় ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৭:০৬
image



শিক্ষা দিবসকে জাতীয়ভাবে পালন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।






সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শিক্ষা দিবস ২০১৬ উপলক্ষ্যে ‘প্রগতি ও শান্তির পক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক’ শীর্ষক আলোচনা সভায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।






১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তানি শাসন, শোষণ, শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বেশ কয়েকজন ছাত্র শহীদ হন। সে দিনটি স্মরণে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে "শিক্ষা দিবস" পালন করা হলেও সরকারিভাবে দিবসটি পালন করা হয় না।






এতে ক্ষোভ প্রকাশ করে রাশেদা কে চৌধুরী বলেন, এদেশে হাত ধোয়া দিবস পালন করা হয়, কিন্তু শিক্ষা দিবস পালন করা হয়না। তিনি বলেন, ‘আজ ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস খুব মনে পড়ছে। যে শিক্ষানীতি আমরা পেয়েছি সেটা ছাত্র আন্দোলনেরই ফসল। যে জাতি শিক্ষা নিয়ে ৫৪ বছর আগে চিন্তা করেছে সেই দেশের শিক্ষা আশানুরুপভাবে এগিয়ে যায়নি’।






মূলধারার শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, ‘পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কেবলমাত্র মূলধারার শিক্ষার মাধ্যমেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সম্ভব।’






রাশেদা কে চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের অন্যতম একটি অধ্যায় ছিল অন্যতম






জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট ও ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভেলপমেন্ট আয়োজিত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় গলদ, দুর্বলতা ও ভুল থাকতে পারে। তা না হলে শিক্ষিত মানুষ সত্যিকার অর্থে ভাল মানুষ হচ্ছেনা কেন?  তাছাড়া শিক্ষার্থীরা শিক্ষিত না হয়ে জঙ্গি হচ্ছে কেন?






আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক কাজী ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সিদ্দেশ্বরী কলেজের অধ্যক্ষ ফয়েজ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মহসিন রেজা প্রমুখ।






(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/জিএম/এমআর)