logo ০৪ এপ্রিল ২০২৫
পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য রফিউলের চুক্তি বাড়ল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩৪:৫৪
image



পায়রা বন্দর কর্তৃপক্ষের সার্বক্ষণিক সদস্য পদে কমান্ডার মো. রফিউল হাসাইনের চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে।






গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান চুক্তির ধারাবাহিকতায় রফিউল হাসাইনের চুক্তির মেয়াদ বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরুপ শর্তে আগামী ২ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বাড়ানো হলো।






আলাদা প্রজ্ঞাপনে দুই অতিরিক্ত সচিবকে ওএসডি এবং এক অতিরিক্ত সচিবকে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।






বিসিএসআইআর এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও অতিরিক্ত সচিব বিজন লাল দেবকে ওএসডি করা হয়েছে। এছাড়া ওএসডি থাকা অতিরিক্ত সচিব জামাল আব্দুল নাসের চৌধুরীকে শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।






(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এইচআর/এমআর)