logo ২০ এপ্রিল ২০২৫
বাংলাদেশি মিউজিক ভিডিওতে আমেরিকান শিল্পী
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০১:৫৪
image



বাংলাদেশের ছেলে শোভন। গায়ক হিসেবে বেশ জনপ্রিয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে। প্রবাসী বাংলাদেশিদের পাশপাশি প্রবাসী ভারতীয়দের কাছেও তিনি জনপ্রিয়। সেখানে একই মঞ্চে কুমার শানু, উদিত নারায়ণ , শঙ্কর এহসান, অলকা ইয়াগনিক, অনুরাধা পাড়োয়াল, অরিজিত সিং, ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্রা, প্রীতি জিনতা, আলিয়া ভাট, এশা দেওলসহ আরো অনেকের সঙ্গেই এক মঞ্চে পারফর্ম করেছেন। সেখানে বাংলা গানের পাশাপাশি ইংরেজি ও হিন্দি গান পরিবেশন করেও শ্রোতাদের মুগ্ধ করেছেন।






এই প্রথম জি সিরিজ থেকে তার গাওয়া বাংলা গান ও গানের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম 'যাবে কি হেঁটে একসাথে'। মাহীর লাবীব মিতুলের কথায় এই গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তানভীর আহমেদ রসি। গানটিতে শোভনের সঙ্গে আমেরিকান প্রফেশনাল মডেল অ্যালেক্সজেন্ডার প্যাস্কোও অংশ নিয়েছেন।






গানটি জি সিরিজের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশের পর দর্শকরা বেশ সাড়া দিচ্ছেন। শুধু তাই নয়, ফেসবুকে মডেল অ্যালেক্সজেন্ডার প্যাস্কোর পেজে এই গানটি ঠাঁই পেয়ে জয় করেছে অনেক আমেরিকান দর্শকের মন।






শোভন বলেন, আমি যুক্তরাষ্ট্রে বসবাস করি। তাই সেখানকার প্রফেশনাল মডেল নিয়ে কাজ করেছি। ভবিষ্যতে বাংলাদেশের প্রফেশনাল মডেলদের নিয়ে কাজ করবো । তবে আমি বিদেশী মডেল গানে ব্যবহার করলেও তাকে শাড়ি পরিয়ে আমার দেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।'






শোভন পাম্প বিচ স্টেট কলেজে মিডিয়া ও ব্রডকাস্টিং বিষয়ের ছাত্র।






(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এজেড)