এমি অ্যাওয়ার্ডসে প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৯:০৫
এমি অ্যাওয়ার্ডসে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করছেন নায়িকা।
একটা সম্পূর্ণ ঝাপসা ছবি আপলোড করে লিখেছেন, ‘কিপ গেসিং... বাই দ্য ওয়ে, দ্য ব্লার ইজ দ্য পয়েন্ট’! আরেকটা ছবিতে খালি লাল ড্রেসের খানিকটা অংশ দেখা যাচ্ছে।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, এমিতে ওই পোশাকই পরবেন! অনেকেই মনে করছেন, তিনি কোনও প্রাপকের হাতে পুরস্কার তুলে দেবেন।
সদ্য পৃথিবীর সর্বোচ্চ পারিশ্রমিক-পাওয়া টেলি-অভিনেত্রীদের তালিকায় এসেছেন। বোঝাই যাচ্ছে, রীতিমতো খোশমেজাজে রয়েছেন তারকা।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এজেড)