logo ১৭ আগস্ট ২০২৫
ঘরোয়া সাজে রানির সেলফি
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৪৬:৫৮
image



পাওয়ার হাউস অ্যাক্টিংয়ের সঙ্গে কিলার স্মাইলে যুগলবন্দি হলেন রানি মুখোপাধ্যায়। মেয়ে আদিরা হওয়ার পর খুব কমই প্রকাশ্যে এসেছেন নায়িকা। কখনও প্যারিসের রাস্তায় ভক্তের আবদারে সেলফি তুলেছেন। আবার কখনও বা বেফিকরের র‌্যাপ আপ শুটিংয়ে গ্রুপ ফটোতে দেখা গিয়েছে তাকে। তবে পাবলিক অ্যাপিয়ারেন্স আগের তুলনায় অনেক কমিয়ে দিয়েছেন তিনি। এখন শুধু সময় দিচ্ছেন মেয়েকে।






সম্প্রতি মুম্বাইয়ে একেবারে ঘরোয়া সাজে দেখা গেল তাকে। দাদার বাড়ির এক অনুষ্ঠানে হাজির ছিলেন লাল কামিজে। ভাইঝি এবং বৌদির সঙ্গে ছবি তুলে তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।






(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এজেড)