তরুণ মিউজিক ভিডিও নির্মাতা সোহান
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪৫:১৩

তরুণ নির্মাতা সোহান। পুরো নাম তালহা বিন পারভেজ সোহান। ২৮ বছর বয়সী এই নির্মাতা এর মধ্যেই বানিয়েছে আলোচিত বেশ কিছু টেলিফিল্ম আর ডকুমেন্টারি। তবে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন মিউজিক ভিডিও পরিচালনায়।
কৈশোরে শিশু একাডেমিতে মঞ্চনাটক নির্দেশনা থেকে সোহানের হাতেখড়ি। মঞ্চে অনেকগুলো নাটকের নির্দেশনা দিয়েছেন। সবগুলোই ছিল বাস্তব চরিত্র ও রঙ্গ নির্ভর। একটু আধটু কবিতাও লেখেন সোহান। লিখেছেন জনপ্রিয় শিল্পীদের জন্য অর্ধশতের বেশি গান। আমুদে মানুষ তাই সবকিছু নিয়েই আনন্দে থাকতে ভালোবাসেন।
২০১০ সালে কিছু বন্ধুদের নিয়ে তার প্রযোজনা প্রতিষ্ঠান ফেইনেন্ট ক্রিয়েশন গড়ে তুলেন সোহান।বিবর্ণ স্বন্ধিক্ষণ নামে ডকুমেন্টারি তৈরি করেন। সাড়া ফেলে তখনকার ইভটিজিং ইস্যুতে নির্মিত কাজটি। এছাড়া কখনও সহকারী পরিচালক হিসেবে কাজ করা হয়ে ওঠেনি তার, পরিবেশটাই তেমন ছিল না পরিবারের কারণে। নির্দেশ ছিল পড়াশোনা শেষ না করে কিছু করা যাবে না। তাই গ্র্যাজুয়েশন শেষের পর ২০১২ সালের শেষে টেলিফিল্ম ব্রেইন ওয়াশ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ড্রিম শাটল নির্মাণ। এরপর কিছু নতুন মডেল নিয়ে নিয়ে মিউজিক ভিডিও তৈরির যাত্রা শুরু। প্রতিকূল অবস্থা থেকে আস্তে আস্তে তৈরি করেন বেশ কয়েকটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও। খেয়ালি মানুষ তাই কাজের চাপটাকে একপেশে করে ফেলার পরও অসংখ্য গুণগ্রাহীর সৌজন্যে একের পর এক কাজ আসতে থাকে নিরবচ্ছিন্নভাবে। জনপ্রিয় হয়ে যায় কয়েকটা। তার প্রথম নির্মাণ শাহরিদ বেলাল ও নির্ঝরের গাওয়া বৃষ্টি থেমে গেলে গানটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এরপর থেকে একাধারে তৈরি করেছেন প্রায় অর্ধশতাধিক মিউজিক ভিডিও। এর মধ্যে মীর রিয়াজের মায়াবী, রাজকুমারি, হাবিব ওয়াহিদের এক জনে, বালামের চোখের আড়ালে, শহিদের আড়াল ভালবাসা, তাসনুভের হারানো সীমানা, শায়লা রহমানের আজ দুজনে, শাওন গানওয়ালার মন জানে, শাহনাজ সুমির মনের মাঝে, টি আর রোমান্সের আশকারা, সেনার নিস্পলক, মাসুদ অপুর তোর লাইগারে, সানের ঐশ্বর্য, সামিউল সজীবের বেসামাল নির্মাণ করেছেন।
নতুনদের প্রমোট করতে আনন্দ সোহান। গন্ডির বাইরে কাজ করতেও পান আনন্দ।
তরুণ নির্মাতা তালহা বিন পারভেজ সোহান বলেন, বিনোদন সেক্টরের মতোই মিউজিক ভিডিওতেও কম বাজেটে কাজ করতে নির্মাতাদের বেহাল অবস্থা, তারপরও কালার, ফ্রেমিং, সম্পাদনা সব ক্ষেত্রেই ঘটেছে বিপ্লব গত কয়েক বছরে। পরিমার্জিত স্বচ্ছ উপস্থাপন বিনোদনে যোগ করেছে ভিন্নমাত্রা। নতুন আর পুরনোর সংমিশ্রণে তা প্রশংসার যোগ্য বৈকি। অনেক ভালো মেকারদের কাছ থেকে আমরা যেমন পাচ্ছি বিশ্বনন্দিত কাজ, তেমনি অনেক নতুন মুখের সুযোগ হচ্ছে মেধা প্রকাশের।
সোহান জানান, গৎবাধা একপেশে এজেন্সি নির্ভর টেলিফিল্ম বা বিজ্ঞাপন বা ছকবাঁধা সস্তা টিভি নাটকে আগ্রহ কম, তবে ভালগল্পের প্রতি বরাবরি তিনি। ফিল্ম বানানোর স্বপ্ন নিয়েই যেহেতু পদার্পন, তাই সেটার দিকেই মনোযোগটা আপাতত। নিজের কাজকে আপডেট করে অনেক দূর নিয়ে যাওয়াটাই এখন মূল লক্ষ্য এই নির্দেশকের।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এজেড)