logo ০৩ মে ২০২৫
যুক্তরাষ্ট্রে ভুল করে ৮৫৮ জনকে নাগরিকত্ব প্রদান
আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১২:৫৫
image



মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের কমপক্ষে ৮৫৮ জন অভিবাসীকে ভুল করে নাগরিকত্ব দিয়ে দিয়েছে। এসব দেশুগুলোর বিরুদ্ধে অভিবাসন প্রতারণা অভিযোগ রয়েছে। যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। খবর এনডিটিভির।






মঙ্গলবার প্রকাশিত দেশটির হোমল্যান্ড সিকিউরিটির অভ্যন্তরীণ অডিট প্রতিবেদনে এ ঘটনা প্রকাশ পেয়েছে।






হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মহাপরিদর্শক দেখতে পান, ওইসব অভিবাসীরা নাগরিকত্বের জন্য নাম, জন্ম তারিখ বদল করে আবেদনপত্র জমা দিয়েছিল। সরকারি তথ্যভাণ্ডার থেকে তাদের আঙুলের ছাপ হারিয়ে যাওয়ার কারণে এই অসামঞ্জস্য ধরা পড়েনি। 






তদন্ত প্রতিবেদনে প্রায় ১ লাখ ৪৮ হাজার অভিবাসীর আঙুলের ছাপ সংরক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাদের অনেকেই সন্দেহজনক দেশ থেকে এসেছেন। আবার অনেক অভিবাসীর বিরুদ্ধে বিতাড়নের আদেশ রয়েছে। এই অভিবাসীদের মধ্যে অপরাধী এবং পলাতক ফেরারি লোকজনও রয়েছেন।






তদন্ত প্রতিবেদন বলছে, প্রায় দেড় লাখ লোকের আঙুলের ছাপ প্রযুক্তিগতভাবে সংরক্ষণ করা হয়নি। ফলে নাগরিকত্ব নেওয়ার সময় তারা সহজেই ফাঁকি দিতে পেরেছেন। এ নিয়ে বিস্তারিত তথ্য যাচাইয়ের অবকাশ রয়েছে বলে মনে করে হোমল্যান্ড সিকিউরিটির ইন্সপেক্টর জেনারেলের অফিস।






প্রতিবেদনে নাম প্রকাশের মাধ্যমে কোনো অভিবাসীকে শনাক্ত করা হয়নি। তবে মহাপরিদর্শক জন রোথের অডিটররা জানিয়েছেন, তারা সবাই বিশেষ কয়েকটি দেশ থেকে এসেছেন।






এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিবেচনায় ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এমন দেশসহ যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশগুলো রয়েছে- যাদের বিরুদ্ধে উচ্চ অভিবাসন প্রতারণার অভিযোগ আছে। তবে প্রতিবেদনে এসব দেশের নাম প্রকাশ করা হয়নি।






(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এসআই)