উরিতে জঙ্গি হামলা: প্রতিবাদে মোদির সার্ক বৈঠক বাতিল
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৪৩:১৯
উরিতে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৯ ও ১০ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন।
সম্প্রতি সার্কের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ইসলামাবাদে গিয়েছিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সম্মেলনে তিনি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার বিষয়টি উত্থাপন করে কড়া ভাষণ দেন। পাক সংবাদমাধ্যমে তাঁর ভাষণ সম্প্রচার করতে দেওয়া হয়নি। এরপরই তড়িঘড়ি করে ইসলামাবাদ থেকে দিল্লি ফেরেন রাজনাথ।
সূত্রে জানা গেছে, নভেম্বরে নরেন্দ্র মোদি পাকিস্তান সফর করবে না। সার্ক সম্মেলনে নয়াদিল্লি মিনিস্টরিয়াল রিপ্রেজেন্টেটিভ পাঠানোর পরিকল্পনা নিচ্ছে।
কাশ্মিরের বিরোধপূর্ণ সীমানায় ভারতের সেনাঘাঁটিতে গতকালের জঙ্গি হামলায় ১৭ ভারতীয় সেনাসদস্য নিহত হন। এই ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে ভারত।
(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/এসইউএল)