নিউ ইয়র্কে হামলা প্রেসারকুকার বোমায়
ঢাকাটাইমস ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫৮:৩৬

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শহর নিউ ইয়র্কে শনিবারের বিস্ফোরণে প্রেসার কুকার বোমা ব্যবহার করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৩ সালের বোস্টন ম্যারাথনে হামলাতেও একই ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল।
জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে নিউ ইয়র্কের এই বিস্ফোরণকে গুরুত্বের সঙ্গে দেখছে সে দেশের সরকার। মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকারের দাবি করেছে। তবে রবিবার নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, ‘এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা আমরা জানি না।’ মেয়র বলেন, ‘সেখানে বোমা হামলা হয়েছে। এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু এই হামলার পেছনে কী রয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে বলতে আমাদের আরও কাজ করতে হবে।
শনিবার রাতে এ বিস্ফোরণের কিছুক্ষণ পর কয়েক ব্লক দূরে সন্দেহজনক যে বস্তুটি পাওয়া গেছে তাও একই ধরনের আরেকটি বোমা ছিল। পরে সেই বোমাটি নিষ্ক্রিয় করা হয়। নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো বলেছেন, ‘উদ্ধার করা বোমাটির নকশা বিস্ফোরিত বোমাটির মতোই বলে ধারণা হচ্ছে।’
নিউ ইয়র্কের এই হামলার আগে পাশের অঙ্গরাজ্য নিউ জার্সিতে একটি চ্যারিটি রেসের আগে পাইপ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নিউ ইয়র্কের গভর্নর জানান, এই বোমাগুলোর সঙ্গে প্রেসার কুকার বোমার পার্থক্য হয়েছে।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, দুটি বোমাতেই ফ্লিপ মোবাইল ফোন ও ক্রিসমাস লাইট ব্যবহার করা হয়েছে। আর স্লিন্টারে ভরা ছিল প্রেসার কুকার দুটি। ম্যানহাটনের চেলসিয়া এলাকার ওই বিস্ফোরণে ২৯ জন আহত হন।
তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, রবিবার ব্রুকলিনে সন্দেহভাজন একটি গাড়ি আটক করেছে, কিন্তু এই ঘটনায় কেউ আটক হয়নি। তবে অমর্থিত সূত্রে গণমাধ্যম জানিয়েছে, ওই গাড়িটি থেকে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে।
গভর্নর কুমো বলেছেন, ‘যে বা যারাই এই হামলা করুক না কেন, আমরা তাকে বা তাদেরকে খুঁজে বের করবো এবং বিচারের মুখোমুখি করবো।
এই হামলার পর নিউ ইয়র্কের বাসস্ট্যান্ড ও ট্রেন স্টেশন এলাকায় এক হাজার অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/ডব্লিউবি