logo ০৩ মে ২০২৫
নিউ ইয়র্ক বিস্ফোরণে প্রধান সন্দেহভাজন আফগান বংশোদ্ভূত
ঢাকাটাইমস ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৩৮:৩২
image



নিউ ইয়র্কের ম্যানহাটনে বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে ২৮ বছর বয়সী এক যুবককে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। তার নাম আহমাদ খান রাহামি। আফগান বংশোদ্ভুত এই যুবক নিউ জার্সির অধিবাসী। খবর বিবিসির।






ওই যুবকের কাছে অস্ত্র থাকতে পারে এবং তিনি বিপজ্জনক বলে সোমবার জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও। ব্লাসিও বলেন, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ আহমাদ খান রাহামি নামক ওই ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে। শনিবার রাতে চেলসি এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে।






চেলসি এলাকায় শনিবারের বিস্ফোরণটি ঘটানো হয়েছে স্প্লিন্টার ভর্তি প্রেশার কুকার বোমার মাধ্যমে। ওই বিস্ফোরণের কিছুক্ষণ পর কয়েক ব্লক দূরে একই ধরনের আরেকটি বোমা পাওয়া যায়। ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে এ ধরনের বোমা ব্যবহার করেই হামলা চালানো হয়েছিল।






আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিশেষভাবে তৈরি দুটি বোমাতেই ফ্লিপ মোবাইল ফোন ও ক্রিসমাস লাইট ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর নকশা করা হয়েছিল। ম্যানহাটনের চেলসির বিস্ফোরণটিতে ২৯ জন আহত হন। কর্মকর্তারা এটিকে সন্ত্রাসী তৎপরতা বলে চিহ্নিত করলেও এর কোনো উদ্দেশ্য জানাতে পারেননি।






(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/জেবি)