থাইল্যান্ডে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৪০:০৪
থাইল্যান্ডে নৌকাডুবিতে শিশুসহ অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় রবিবার বিকালে নির্ধাণাধীন একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নৌযানটিতে শতাধিক যাত্রী ছিলো। যাত্রীদের অধিকাংশই মুসলিম।
ব্যাংককের উত্তরের একটি শহরের মসজিদ ভ্রমণ শেষে পর্যটকদের নিয়ে নৌকাটি ফেরার পথে নদীর একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় বলে জানানো হয়েছে খবরে।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছে ৩০ জনের মত যাত্রী। এছাড়া নিখোঁজ রয়েছে ১২ জন। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রয়টার্স জানায়, নিহতদের মধ্যে রয়েছে ৭ নারী, ৫ পুরুষ ও এক বালক। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।
(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/জেডএ)