logo ০৩ মে ২০২৫
জম্মু-কাশ্মিরে জঙ্গি হামলায় ১৭ সেনাসদস্য নিহত
ঢাকাটাইমস ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৬:৩২
image



জম্মু-কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ১৭ সেনাসদস্য নিহত হয়েছে। প্রায় ছয় ঘণ্টার গুলির লড়াইয়ে এই ঘটনায় নিহত হয়েছে চার হামলাকরী। রবিবার ভোর ৫টা নাগাদ এক দল জঙ্গি বন্দুক, গ্রেনেড নিয়ে হামলা চালায় কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে।






সেনা সূত্রে খবর, ১২ ব্রিগেড হেডকোয়ার্টারের কাছে সীমান্ত লাগোয়া ওই সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানোই ছিল জঙ্গিদের উদ্দেশ্য। কিন্তু সেনাবাহিনীর তৎপরতায় সেই ছক ভেস্তে যায়। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। দু’পক্ষের মধ্যে প্রায় ছয় ঘণ্টা গুলির লড়াই চলে।






হামলার খবর পাওয়া মাত্রই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাঁর যুক্তরাষ্ট্র ও রাশিয়া সফর বাতিল করেন। যোগাযোগ করেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে। গোটা পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠকও ডাকেন।






রাজনাথ সিং টুইট করেন, ‘হামলার ঘটনা নিয়ে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাঁরা পুরো বিষয়টি আমাকে জানিয়েছেন।’






সেনা সূত্রে খবর, আরও এক জন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাসদস্যরা।






(ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এসইউএল)