কাশ্মীরে জঙ্গি হামলা, জরুরি বৈঠক ডেকেছেন রাজনাথ সিং
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০৯:০৬
কাশ্মীরের বারামুলার উরিতে সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়েছে জঙ্গিরা। এই ঘটনায় এখন পর্যন্ত দুই সেনাসদস্য ও চার জঙ্গি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর ১২ জন আহত সেনাসদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রবিবার ভোর পাঁচটা নাগাদ বারামুলায় উরির ১২ ব্রিগেড হেডকোয়ার্টারে কাছে সীমান্ত লাগোয়া এলাকায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। জঙ্গিদের পাল্টা জবাব দেয় জওয়ানরা।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি আত্মঘাতী জঙ্গি হামলা। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এর দায় স্বীকার করেনি।
হামলার খবর পেয়েই কেন্দ্রীয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাঁর আসন্ন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সফর বাতিল করেছেন। আজ, দুপুর সাড়ে ১২টা নাগাদ নিরাপত্তা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথের বাড়িতে ডাকা এই বৈঠকে সেনা কর্মকর্তাদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৮ সেপ্টেম্বর/এসইউএল)