logo ০৬ মে ২০২৫
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বিস্ফোরণ: আহত ২৯
আন্তর্জাতিক ডেস্ক:
১৮ সেপ্টেম্বর, ২০১৬ ১০:১৬:০২
image



বাংলাদেশ সময় রবিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৯ জনের আহতের খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।






দেশটির ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের বরাত দিয়ে বিবিসি জানায়, ম্যানহাটনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২৯ জন আহত হয়েছেন। একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এ ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 






এদিকে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য নিউ জার্সিতেও এই ঘটনার খানিকটা আগে বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।






উল্লেখ্য, গত ৩১ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভ্রমণ বেলুন বিস্ফোরণে ১৬ জন নিহত হয়।






(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেইউএম)