দুই উপসচিব ও চার সিনিয়র সহকারী সচিব পদে বদলী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৯:০৬
প্রশাসনে দুই উপসচিব এবং চার সিনিয়র সহকারী সচিব পদে বদলী করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হযেছে।
জনপ্রশাসন মন্ত্রণালায়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মুঞ্জুর-ই-মুকছেদকে বাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী মো. হামিদ আল মাহবুবকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্তি দেয়া হয়েছে।
নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ রেহান উদ্দিনকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের উপ-পরিচালক করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মোহাম্মদ লূৎফর রহমানকে এনজিও বিষয়ক ব্যুরোর এসাইনমেন্ট অফিসার করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগে সংযুক্তি থাকা সিনিয়র সহাকরী সচিব মোহ্ম্মদ মফিজুর রহমানকে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক করা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক আবদুস সোবাহানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এইচআর/ডব্লিউবি