logo ০৪ এপ্রিল ২০২৫
যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার নাজমুল কাওনাইন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৫:১৮
image



ইন্দোনেশিয়ায় নিয়োজিত রাষ্ট্রদূত মো.নাজমুল কাওনাইনকে যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার নিয়োগ দিয়েছে সরকার। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।






এর আগে নাজমুল কাওনাইন সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ইসলামাবাদ ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।






বাংলাদেশ কর্ম কমিশনের (বিসিএস) ১৯৮৪ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা এখন ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত।






ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর তিনি জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা  করেন।






(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/বিইউ/মোআ)