logo ১৯ এপ্রিল ২০২৫
আলেপ্পোতে বর্বরতা চালাচ্ছে রাশিয়া: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১০:০৫:০৮
image



সিরিয়ার আলেপ্পোতে রাশিয়া বর্বরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠকে তিনি এই অভিযোগ করেন। সিরিয়া নিয়ে রাশিয়া সর্সৈব মিথ্যা বলছে বলেও দাবি করেন তিনি। খবর বিবিসির।






সিরিয়ায় পাঁচ বছরের রক্তক্ষয়ী সংঘাতে উত্তরের শহর আলেপ্পো হয়ে উঠেছে এখন অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। সম্প্রতি সেখানে বিপুল পরিমাণ শিশু ও নারী নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ায় মানবাধিকার সংগঠনগুলো।






সিরিয়া জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্টুরার মতে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবার পর এখন পর্যন্ত অন্তত ২১৩ জন বেসামরিক মানুষ মারা গেছে। তার মতে এই যুদ্ধ ভীতির নতুন মাত্রায় পৌঁছেছে।






এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের অনুরোধে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসেছে। সেখানেই মার্কিন দূত এই অভিযোগ তোলেন।






রাশিয়া বলছে, আলেপ্পো থেকে (বিদ্রোহীদের) সিরিয়া সন্ত্রাসীদের উৎখাতের চেষ্টা করছে এবং এতে কিছু বেসামরিক মানুষের মৃত্যু হতে পারে। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চারকিন বলেন, এখানে তার দেশের কোনো সম্পৃক্ততা নেই।






তবে রাশিয়ার বক্তব্য অসত্য বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। আলেপ্পোতে ত্রাণ বহরের ওপর হামলার জন্যও এর আগে আসাদ সরকারের মিত্র রাশিয়াকেই দায়ী করেছিল যুক্তরাষ্ট্র। তাদের বক্তব্য, এমনটা হয়ে থাকলে রাশিয়া স্পষ্টতই যুদ্ধাপরাধ করেছে। তবে রাশিয়া ত্রাণবহরে হামলা চালানোর কথা বরাবরই অস্বীকার করে আসছে।






সামান্থা পাওয়ার বলেন, ‘রাশিয়া এখন যা করছে তাকে কোনোভাবেই সন্ত্রাস বিরোধী কার্যকলাপ বলা যাবে না। এটি বর্বরতা।’






জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন যুদ্ধবিরতি ভঙের জন্য বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেন। তিনি বলেন, ‘শত শত সশস্ত্র দল সিরিয়ার অভ্যন্তরে ধ্বংস চালিয়ে যাচ্ছে এবং সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনা প্রায় অসম্ভব একটি কাজ।’






ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/ডব্লিউবি