logo ১৮ এপ্রিল ২০২৫
ভারত বিরোধী টুইট, বহিষ্কৃত পাক অভিনেতা
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১১:১৩:১৫
image



উরি সন্ত্রাসের জেরে ভারতব্যাপী ক্ষোভের প্রেক্ষিতে পরপর কয়েকটি ভারতবিদ্বেষী টুইট করেছিলেন। তাই ব্রিটেনের সবথেকে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘করোনেশন স্ট্রিট’ থেকে বহিষ্কৃত হলেন পাকিস্তানি বংশোদ্ভূত অভিনেতা মার্ক আনোয়ার। ওই সিরিয়ালের পরিবেশক আইটিভি জানিয়ে দিয়েছে, ভারতীয়দের সম্পর্কে মার্কের মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়, তা জাতিবিদ্বেষের পরিচায়ক।






৪৫ বছরের মার্ক আনোয়ার বছরদুয়েক আগে কাজ শুরু করেন বিশ্বের দীর্ঘতম টিভি সিরিয়াল ‘করোনেশন স্ট্রিট’-এ। দুদিন আগে কাশ্মীর সমস্যা নিয়ে পরপর কয়েকটি ভারত বিদ্বেষী টুইট করেন তিনি। বলেন, পাক অভিনেতা, অভিনেত্রীদের উচিত ভারতে কাজ করতে অস্বীকার করা। অভিযোগ করেন, কাশ্মীরীদের ভারতীয়রা খুন করছে, ভারতীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজও করেন।






আইটিভি মুখপাত্র জানিয়েছেন, গোটা ঘটনায় তারা স্তম্ভিত। মার্কের সঙ্গে তাদের কথা হয়েছে, তাকে আর ওই সিরিয়ালে ফিরিয়ে আনা হবে না। তবে সিরিয়ালে তার চরিত্র, জিম মালিক শরিফ নাজিরকে আরও কয়েকটি এপিসোডে দেখা যাবে, কারণ, শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে।






(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজেড)