logo ১৮ এপ্রিল ২০২৫
পাক শিল্পীদের বয়কট চান না করণ জোহর
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১৫:০৯
image



ভারতের উরি হামলার ঘটনায় প্রতিবেশী দেশ পাকিস্তানের ওপর দেশটির মানুষের ক্ষোভ হওয়াই স্বাভাবিক। কিন্তু পাক-শিল্পীদের বয়কর এই সন্ত্রাসের সমাধান হবে না। এমনই মন্তব্য করলেন পরিচালক করণ জোহর। তিনি বলেন, উরিতে সেনা জওয়ানদের মৃত্যুতে তিনিও ভীষণ আঘাত পেয়েছেন। কিন্তু এর সমাধান পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করে হতে পারে না।






প্রসঙ্গত, উরি সন্ত্রাসের পরই পাকিস্তানি শিল্পী যেমন ফাওয়াদ খান, মাহিরা খান প্রমুখদের ভারত ছেড়ে চলে দেওয়ার হুমকি দেয় এমএনএস। এদিকে করণের আসন্ন ছবি ‘এ দিল হ্যায় মুশকিল’-এ মুখ্য চরিত্রে রয়েছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।






করণ এক সাক্ষাৎকারে বলেন, আমি বুঝতে পারছি যে ঘটনা ঘটেছে তাতে রাগ, ক্ষোভ হওয়াই স্বাভাবিক। শহিদদের মৃত্যুতে আমারও হৃদয় বিদীর্ণ হয়েছে। সন্ত্রাসের এই ভয়ঙ্কর অনুভূতি কোনওভাবেই ব্যাখ্যা সম্ভব নয়। কিন্তু এই পরিস্থিতিতে পাক অভিনেতা অভিনেত্রীদের বয়কট করা কোনও সমাধান হতে পারে না। আমি অন্তত এটা বিশ্বাস করি না। প্রতিভা বা শিল্পকে কখনও বয়কট করা যায় না।






করণ আরও বলেন, প্রকাশ্যে এই মন্তব্য করে তিনি বেশ ভীত, অসহায় বোধ করছেন। বলেন, এর প্রভাব হয় তো তার আগামী সিনেমায় পড়তে পারে। যদি তা হয়, ভীষণই দুঃখ পাবেন তিনি।






(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজেড)