logo ১৮ এপ্রিল ২০২৫
ঢাকায় শুভশ্রী
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৯:৫৪
image



সিনেমার প্রচারণায় ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা  শুভশ্রী। আজ সোমবার সকালের একটি ফ্লাইটে তিনি ঢাকায় এসেছেন। যৌথ প্রযোজনায় নির্মিত ‘প্রেম কি বুঝিনি’সিনেমার প্রচারণার অংশ হিসেবে ঢাকা সফরে এলেন তিনি।






বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘প্রেম কি বুঝিনি’। এতে শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন কলকাতার ওম, পিয়া, শুভাশিষ মুখোপাধ্যায়, হাসান ইমাম ও রেবেকাসহ অন্যান্যরা।






জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, সিনেমার প্রচারণার অংশ হিসেবে শুভশ্রী। একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেবেন তিনি। তার সঙ্গে থাকবেন সিনেমাটির নায়ক ওম। এরপর কাল মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন শুভশ্রী।






রোমান্টিক ও কমেডি ঘরানার  ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটি বাংলাদেশে ৭ অক্টোবর মুক্তি পাবার কথা রয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পেলে ভট্টাচার্য। পরিচালনা করেছেন সুদীপ্ত সরকার।






(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজেড)