logo ১১ এপ্রিল ২০২৫
মাধবপুরে চাঁদাবাজির সময় দুই ভাই গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:১৮:৩১
image




জেলার মাধবপুরে চাঁদাবাজির সময় দুই ভাইকে হাতেনাতে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। আটক দুই ভাই হলেন একই উপজেলার হরিতলা গ্রামের নবীর হোসেনের ছেলে এনাম মিয়া (২৫) ও তার বড় ভাই মোস্তাক আহমেদ (৪২)।



রোববার রাত ১০টার দিকে উপজেলার হরিতলা গ্রামের আনোয়ার আলীর ছেলে কুদরত আলীর কাছ থেকে চাঁদা নেওয়ার সময় তাদের আটক করা হয়।



র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মো. হায়াতুন নবী ও এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে রোববার র‌্যঅবের একটি দল হরিতলা গ্রামে অভিযা চালায়। এ সময় মো. কুদরত আলীর বাড়ির উঠানে চাঁদাবাজির নগদ এক লাখ টাকা নেওয়ার সময় এনাম বাহিনীর প্রধান এনাম মিয়া ও তার ভাই মোস্তাক আহমেদকে গ্রেপ্তার করা হয়।



সোমবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানানো হয়, গ্রেপ্তার এনাম মিয়ার বিরুদ্ধে আটটি মামলা আদালতে বিচারাধীন।



এনাম ও মোস্তাককে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।



(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/মোআ)