logo ১১ এপ্রিল ২০২৫
সুনামগঞ্জে ছয় দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২০:১৯:৪৬
image



সুনামগঞ্জের ছাতকে ছয় দিন ধরে তানজিনা বেগম নামের এক স্কুলছাত্রী নিখোঁজ রয়েছে। গত বুধবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ঘাটপার গ্রামের আরজ আলীর কন্যা তানজিনা স্থানীয় মল্লিকপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর নিখোঁজ তানজিনার ভাই সালমান মিয়া বাদী হয়ে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।






পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় তানজিনা। ওদিন বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরেনি সে। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা-মামুন বলেন, জিডি করার পর থেকে স্কুলছাত্রী তানজিনার সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।






(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)