logo ১১ এপ্রিল ২০২৫
ময়মনসিংহে তিন সহোদরের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকাটাইমস
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২০:২০:৩৪
image



মুক্তিযুদ্ধের সময়ে যুদ্ধাপরাধের অভিযোগে ময়মনসিংহে ত্রিশালে তিন সহোদর ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহে ৩নং আমলি আদালতের বিচারক হাফিজ আল আসাদ মামলাটি আমলে নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইবুনালে পাঠানোর নির্দেশ দেন।  






মামলার বিররণে জানা গেছে, ত্রিশালের ছলিমপুর গ্রামের তিন ভাই আক্কেছ আলী (৭০), নূরুল ইসলাম (৬৮) ও নুর মোহাম্মদ (৬৫) ১৯৭১ সালে একাধিক হত্যা, লুটতরাজ, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নানা অত্যাচার করেন। এসব অভিযোগ এনে একই গ্রামের আব্দুল লতিফ বাদী হয়ে মামলা দায়ের করেন।






নজরুল ইসলাম চুন্নু বাদী পক্ষের আইনজীবী হিসেবে আদালতে এ মামলা উপস্থাপন করেন। তিনি জানান, মামলার বাদীর ভাইকে হত্যা ও বোনকে ধর্ষণ করা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।






পরে আদালতের বিচারক হাফিজ আল আসাদ মামলাটি আমলে নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইবুনালে প্রেরণ করার নির্দেশ দেন।






মামলার হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মো. নওজেস আলী।






(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)