বাংলাদেশ সমবায় ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন নিতাই দাস
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৫:০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা (যুগ্মসচিব) নিতাই পদ দাসকে বাংলাদেশ সমবায় ব্যাংকের মহাব্যবস্থাপক পদে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বি.এ.ডি.সির সদস্য পরিচালক (যুগ্মসচিব) রওনক মাহমুদকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য লোকমান হোসেন মিয়াকে শ্রম পরিদপ্তরের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম বদরুন নেছাকে এনজিও বিষক ব্যুরোর পরিচালক, শ্রম পরিদপ্তরে পরিচালক স ম আশরাফুজ্জামানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক কে এম আব্দুস সালামকে বিদ্যুৎ বিভাগের স্রেডার সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের (সিপিসি) পরিচালক কে এম তারিকুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. মঈনুল হককে ওএসডি, বাংলাদেশ সমবায় ব্যাংকের জিএম (যুগ্মসচিব) বেগম রীনা পারভীনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. জাফর উল্লাহকে ভুমি মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে স্থাপত্য অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি মো. তাহের আজাদকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ হিসেবে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এইচআর/এমএম)