নিখোঁজের দুই দিন পর চা-শ্রমিকের লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২৮:০৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুই দিন নিখোঁজ থাকার পর চা-শ্রমিক দুদুয়া মহালী দুলালের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। দুদুয়া মহালী দুলাল মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের শ্রমিক অমরিত মহালীর পুত্র।
স্থানীয়রা জানায়, সকালে পাত্রখোলা চা বাগান ও ধলই চা বাগান সীমানা কালা পানি সেকশনে পাশে দুদুয়া মহালী দুলালের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গত ২৭ সেপ্টেম্বর বিকালে কেবাকারা তাকে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়, এর পর থেকে সে নিখোঁজ থাকে।
কমলগঞ্জ থানার উপসহকারী শামছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)