জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বালিনা গ্রামে এক কৃষককে গলাটিপে হত্যা করেছে তারই দূর সম্পর্কের ভাতিজা।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম রফিকুল ইসলাম (৪৮)। তিনি উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামের মৃত আবদুল বারীর ছেলে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের (৪৮) সঙ্গে বর্গাজমি নিয়ে একই বংশের মনছুর মিয়ার ছেলে আল-আমিনের (২২) বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার বিকালে রফিক বাড়ির পাশে সরকারি রাস্তার পাশ থেকে গরুর জন্য ঘাস কাটছিলেন। এসময় আল আমিন এসে ঘাস কাটতে বাধা দিলে তার সঙ্গে বাকবিত-া হয়। এক পর্যায়ে আল-আমিন চাচা রফিকের গলা চেপে ধরলে রফিক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
খবর পেয়ে সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এসময় সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনের বড় ভাই লোকমান হোসেনকে আটক করে পুলিশ।
নিহত রফিকের স্ত্রী মাফিয়া বেগম বাদী হয়ে অভিযুক্ত আল-আমিন ও তার ভাই লোকমান হোসেনসহ চারজনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি এসএম বদিউজ্জামান জানান, নিহত রফিকের গলায় দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে গলাটিপে ধরে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত হত্যার রহস্য জানা যাবে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)