logo ০৯ এপ্রিল ২০২৫
সুপ্রিয়া হত্যায় স্বামী-শ্বশুর-শাশুড়ি ৩ দিনের রিমান্ডে
মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৫৬:৫০
image




মানিকগঞ্জে কলেজছাত্রী সুপ্রিয়া সাহা হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া স্বামী, শ্বশুর ও শাশুড়ির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।



বৃহস্পতিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক জিয়াসমিন আরা আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।



আসামিরা হলেন, সুপ্রিয়ার স্বামী দিপাঞ্জন সরকার, শ্বশুর দিলীপ সরকার ও শাশুড়ি গীতা রানী সরকার।



মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘আসামিদের আট দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’



মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুপ্রিয়া সাহার লাশ গতকাল বুধবার সকালে তার  শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়।



মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার লুৎফর রহমান জানান, ‘মাথায় আঘাতজনিত কারণে সুপ্রিয়ার মৃত্যু হয়েছে।’



এদিকে সুপ্রিয়া সাহার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার স্কুল ও কলেজের সহপাঠীসহ এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন।



(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/জেডএ)