logo ০৪ এপ্রিল ২০২৫
পিরোজপুরে দুই ইউপিতে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন
পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২২:২৬:৩৯
image




পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ও বালিপাড়া ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ৭১ সদস্যের এ পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি অনুমোদন দিয়েছে জিয়ানগর উপজেলা বিএনপি।



উপজেলার ৩নং বালিপাড়া ইউনিয়নে মো. আবুল কালাম সিকদারকে সভাপতি, মো. রুহুল আমিন হাওলাদার সহ-সভাপতি, মবিনুল হক নান্নু পঞ্চায়েতকে সাধারণ সম্পাদক, মোঃ সিদ্দিকুর রহমান যুগ্ম সম্পাদক ও প্রভাষক কাইয়ূম জোমাদ্দারকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।



এছাড়া উপজেলার ১নং পাড়েরহাট ইউনিয়নে নিজামুল হক তপন তালুকদার সভাপতি, আ. ছালেক তালুকদার সহ-সভাপতি, মো. জাকির হোসেনকে সাধারণ সম্পাদক, এস.এম নুরুজ্জামান নাদিমকে যুগ্ম সম্পাদক, মো. বাহাদুর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে।



বৃহস্পতিবার উপজেলা বিএনপির সভাপতি আ. লতিফ হাওলাদার সাংবাদিকদের জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাময়িক বহিষ্কৃত হওয়ায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সভাপতি বালিপাড়া ও পাড়েরহাট ইউনিয়নের এ কমিটির অনুমোদন দিয়েছেন।



(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)