logo ০৪ এপ্রিল ২০২৫
গুড়িয়ে দেয়া হলো সেই অবৈধ দোকান
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫০:৪৪
image



রাজশাহীর মোহনপুর উপজেলা বরইকুড়ি গ্রামে গার্লস কলেজের প্রধান ফটকের সামনে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানটি গুড়িয়ে দিয়েছে প্রশাসন।






বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর কবিরের নেতৃত্বে থানা পুলিশের একটি দল দোকান ঘরটি ভেঙে গুড়িয়ে দেয়।






স্থানীয় আজাহার আলী নামে এক ব্যক্তি মোহনপুর গার্লস কলেজের প্রধান ফটক দখল করে অবৈধভাবে দোকান ঘরটি নির্মাণ করছিলেন। কিন্তু সেখানে দোকান নির্মাণ হলে কলেজের ছাত্রীরা যৌন হয়রানির শিকার হবেন-এমন আশঙ্কায় সম্প্রতি গ্রামবাসী দোকানের নির্মাণ বন্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।






এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। এরপরই বৃহস্পতিবার সকালে দোকানটি গুড়িয়ে দেয়া হলো।






এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির বলেন, দোকানটি ভেঙে দেয়ার জন্য গ্রামবাসীর দাবি ছিল। তাছাড়া দোকানটি সরকারি জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছিল। তাই সেটি ভেঙে দেয়া হয়েছে।






(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)