জানাজায় অংশ নিতে গিয়ে ইউপি সদস্য খুন
মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২০:৫১
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আবুল হোসেন আলম নামে এক ইউপি সদস্য পাশের গ্রামের একজনের জানাজায় অংশ নিতে গিয়ে খুন হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ৫নং ওয়ার্ডের এই সদস্যকে হত্যা করে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে আবুল হোসেন আলম পাশের গ্রামের একটি জানাজায় যাবার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)