logo ০৪ এপ্রিল ২০২৫
বেনাপোলে ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি
বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২৮:৪১
image



অবৈধভাবে ভারত যাওয়ার সময় বৃহস্পতিবার ভোরে বেনাপোলের  সাদিপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ আট বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।






আটকদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও দুই শিশু রয়েছে। এরা খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।






বিজিবি সূত্র জানায়, বেশ কয়েকজন নারী-পুরুষ অবৈধভাবে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে ভারত যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে নারী ও শিশুসহ আটজনকে আটক করেন। তবে পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।






২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, আটক সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।






বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, আটক সবাইকে বিকালে থানা থেকে যশোর আদালতে পাঠানো হয়েছে।






(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)