ঢাকা: সরকারি বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
আদেশে বলা হয়, ইউনাইটেড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
আলাদা প্রজ্ঞাপনে জানা যায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্পসারণ কর্মকর্তা জিয়াউল ইসলামকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আরবরি কালচার কর্মকর্তা হিসেবে প্রেষণে বদলি করা হয়।
ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. মাজেদুল ইসলামকে গাজীপুর জেলার সফিপুর আনসার ও ভিডিপি হাসপাতালের মেডিকেল অফিসার পদে বদলি করা হয়।
বগুনা সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আসাদুর রহমানকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে বদলি করা হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরীকে বদলি করা হয়েছে সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট হিসেবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা পদে প্রেষণে কর্মরত মোহাম্মদ মাহমুদ হোসেনকে প্রত্যাহার করে তার চাকরি অর্থ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব জি এস এম জাফরুল্লাহকে রাষ্ট্রপতির কার্যালয়ে জন বিভাগে বদলি করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন সিনিয়র সহকারী সচিব সৈয়দ ফরহাদ হোসেনকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।