প্রশাসনে ১৫ যুগ্মসচিব এবং ১৩ উপসচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বদলি হওয়া যুগ্মসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা ড. সৈয়দ নেছার আহমেদ রুমীকে জীবন বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক, মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে বদলির আদেশাধীন বিকাশ চন্দ্র সিকদারকে বিজেএমসির পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মঞ্জুরুল কাদেরকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক, বিজেএমসির পরিচালক মো. আবদুল মজিদকে রপ্তারি উন্নয়ন ব্যুরোর পরিচালক এবং বিআরটিএ’র পরিচালক বিজয় ভুষণ পালকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।
বিআরটিসি’র পরিচালক শামসুল আলমকে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অতিরিক্ত মহাপরিচালক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হেলাল উদ্দিনকে আইএমইডির সিপিটিইউএর পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক নাজমুল আহসান মজুমদারকে বিআরটিএর পরিচালক, রাজউকের সদস্য আব্দুল হাইকে যৌথমূলধন কোম্পানির অতিরিক্ত নিবন্ধক বিআরটিসির জিএম মো. হামিদুর রহমানকে একই প্রতিষ্ঠানের পরিচালক, জেডিপিসি নির্বাহী পরিচালক পদে বদলির আদেশাধীন গৌতম কুমার ভট্ট্যাচার্যকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, জনপ্রশাসনে ওএসডি কর্মকর্তা (যুগ্মসচিব) ড. অর্থেন্দু শেখর রায়কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যুগ্মসচিব করা হয়েছে।
এছাড়া যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমুহের পরিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক মনিরুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আব্দুল মান্নানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম শিরিনা খাতুনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।
বদলি হওয়া ১৩ উপসচিব
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. দেলওয়ার হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল হাসান ফেরদৌসকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক আবু হেনা মোস্তফা জামানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রাশেদ খানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে, পাট অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কেফায়েত উল্লাহকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা ড. ফজলে রাব্বি সাদিক আহমেদকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের পরিচালক পদে, আরবান রেজিলিয়েন্স প্রকল্পে প্রকল্প পরিচালক আবদুল বারীকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মান্নানকে আরবান রেজিলিয়েন্স প্রকল্পের প্রকল্প পরিচালক, খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক পলাশ কান্তি বালাকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, খুলনা আরপিএটিসির উপপরিচালক হোসেন আলী খন্দকারকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাকারিয়াকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, গাইবান্ধা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোখলেছুর রহমানকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।