logo ০৬ জুলাই ২০২৫
দিপালী উৎসবে আলোকিত হবে বরিশাল মহাশশ্মান
বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
০৩ নভেম্বর, ২০১৩ ১৮:৩৫:৪৮
image


বরিশাল: বরিশাল নগরীরর কাউনিয়া মহাশশ্মানে আজ উপ-মহাদেশের সর্ব বৃহৎ দিপালী উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবকে ঘিরে মহাশ্মশান এলাকা আজ আলোকিত হয়ে উঠবে। প্রতি বছর ভূত চতুর্দশী পুণ্য তিথিতে এ উৎসব হয়ে থাকে। একই সাথে পালিত হয় কালিপূজা।

 

এদিকে এ উৎসবকে ঘিরে কাউনিয়াসহ গোটা নগরীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আলোকসজ্জায় মহাশশ্মান ঘাট এলাকা আলোকিত থাকবে আজ সন্ধ্যা থেকেই।এছাড়া এ দিপালী উৎসব নিয়ে হিন্দু ধর্মালম্বীদের মধ্যে ব্যাপক উৎসহ-উদ্দীপণা বিরাজ করছে।

 

জানা যায়, ১৯২৭ সাল থেকে এখানে দিপালী উৎসব পালিত হয়ে আসছে। উপ-মহাদেশের মধ্যে এ মহাশ্মশান ঘিরেই সবচেয়ে বড় দিপালী উৎসব হয় বলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন। এবার দিপালী উৎসব হচ্ছে দু’দিনব্যাপী।

 

উৎসব কমিটির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র দে জানান, এবার পুণ্য তিথি শুরু হবে শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে। শেষ হবে পরের দিন শনিবার রাত ৮টা ১ মিনিটে। এর মধ্যে যে কোন সময় ধর্মীয় কাজ সম্পন্ন করা হবে।

 

উৎসব কমিটির নেতারা জানান, এবার মহাশ্মশানে দিপালীতে ৫০ হাজারের বেশি লোকের সমাগম ঘটবে। সমাধী পরিস্কার-পরিচ্ছন্নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দিপালীর পরেরদিনই হবে কালি পূজা। ফলে দিপালীর রাত থেকেই এখানে হাজার হাজার মানুষের ঢল নামবে। সমাধির ওপর হাজার হাজার মোমবাতি জ্বালিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের পূর্বপুরুষদের স্মরণ করবে। তাদের স্বর্গীয় আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হবে।

 

বিশেষ করে অনেকের বিশ্বাস, যে প্রদীপের আলোয় মহাশ্মশান আলোকিত হবে, সে আলো যেন ছড়িয়ে পড়ে পৃথিবীর সর্বত্র। তাতে মঙ্গলময় হয়ে উঠে পৃথিবীর সকল শান্তিকামী মানুষের জীবন।

 

শ্মশান কমিটির সভাপতি মুকুল চন্দ্র মুখার্জী জানান, এবারই সর্বপ্রথম এ মহাশশ্মানে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের সমাধিতে আলো প্রজ্জলন করা হবে। মৃত্যুর ৮০ বছর পর গত বছর ভারতের কেওড়াতলা মহাশ্মশান থেকে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের চিতাভস্ম এনে এ মহামশ্মশানে স্থাপন করা হয়েছে।

 

এছাড়াও এ মহাশ্মশানে রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিপ্লবী দেবেন ঘোষ, মনোরমা মাসিমা, শিক্ষাবিদ কালি চন্দ্র ঘোষ, রূপসী বাংলার কবি জীবনান্দ দাশের পিতা সত্যানন্দা দাশ ও পিতামহ সর্বানন্দা দাশ, শিক্ষাবীদ কালি চন্দ্র ঘোষ, জজ জগন্নাথ পাঁড়ে সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সমাধি। বর্তমানে সবমিলিয়ে এ মহাশশ্মানে প্রায় ১১ হাজার সমাধি রয়েছে। এসব সমাধিতে আলো প্রজ্জলন করা হবে আজ।

 

 

(ঢাকাটাইমস/ ০১ নভেম্বর/ প্রতিনিধি/ এসকে/১০.১৮ঘ.)