logo ০৫ জুলাই ২০২৫
নগ্ন ফুল নারীলতা!
ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ নভেম্বর, ২০১৩ ১৮:৫৫:৪৫
image


ঢাকা: ফুলের নামও নারীদের নামে হয়। যেমন শিউলি শাপলা আরো কত কী। কিন্তু নারীর অবয়বে যদি ফুল হয় তবে কেমন হয় বলুনতো? কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে নিজেই দেখে নিন নারী সদৃশ ফুলটিকে।



নারীলতা একটি নগ্ন ফুলের নাম! নারীদের মত দেখতে মনে হয় বলে এ ফুলের নাম দেয়া হয়েছে নারীলতা ফুল। পৃথিবীতে অনেক ফুলের নাম আমরা শুনেছি এবং দেখেছি।  কিন্তু এমন একটি ফুল কি কেউ কখনও দেখছেন? ফুলটি দেখলে অনেকরই হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে। তবে বাস্তবেই এমন ধরনের ফুল আছে পৃথিবীতে। থাইল্যান্ডে দেখা মেলে এমন ফুল গাছের। ফুলটি দেখলে আপনি কিছুটা লজ্জাও পেতে পারেন। আপনার মনে হবে কতগুলো নগ্ন নারী আপনাকে দেখছে আর হাসছে। তবে এতে লজ্জা পাবার কিছু নেই। হাতে নিয়ে একটা ফুল দেখলেও কেউ আপনাকে কিছু বলবে না।



থাইল্যান্ড ছাড়া শ্রীলংকাতেও এই ফুল পাওয়া যায়। থাইল্যান্ডে একে বলে Nareepol Ges এবং  শ্রীলংকাতে বলে Liyathabara Mala। নারীলতা গাছে প্রতি বিশ বছর পর পর ফুল ফুটে।



 এ ফুলকে দেখলে অনেকেই ভাবতে পারেন এ গাছে মনে হয় পরীরা আস্তানা গড়ে আছে। অনেকে আবার এ গাছের নিচ দিয়ে গেলে ভয়ে দৌঁড়ে পালায়। কুড়ি বছর অপেক্ষা না করে আপনি যদি গাছটি দেখতে চান তবে আপনাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে ৫০০ কিলোমিটার দূরে এক বনে যেতে হবে যেখানে রয়েছে নারীলতা গাছ। তবে গাছটি দেখতে গেলে একা না গিয়ে কোন গাইডের সাহায্য নিন। এতে গাছটি চিনতে সুবিধা হবে আপনার। সবসময়তো আর নগ্ন নারী ফুল দেখতে পাবেন না। কুড়ি বছরের ব্যাপার স্যাপার যে!





(ঢাকাটাইমস/২নভেম্বর/ফিচার/এসএ/১৯.৫০ঘ.)