logo ০৫ জুলাই ২০২৫
আজব দাঁড়ি-গোঁফওয়ালাদের মিলনমেলা!
ঢাকাটাইমস ডেস্ক
০৩ নভেম্বর, ২০১৩ ১৯:০০:০৮
image


ঢাকা: বিশ্বের যতো আজব দাঁড়ি-গোঁফের অধিকারীরা রয়েছেন তাদের জন্যে প্রতি দুবছর অন্তর অনুষ্ঠিত হয় এক অদ্ভুত প্রতিযোগীতা। রবিবার হতে সেই প্রতিযোগীতার আসর বসেছে এবার জার্মানিতে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ প্রতিযোগী অংশ নিচ্ছে এতে।

অদ্ভূত এই প্রতিযোগীতায় অদ্ভূতুড়ে দাঁড়ি-গোঁফের জন্যে পুরষ্কারও পাবেন প্রতিযোগীরা। শুধু এই নয়, প্রতিযোগীতার বিভিন্ন পর্যায় অতিক্রম করে তাদের চূড়ান্ত অংশে যেতে হবে। বিশ্বের ২০টি দেশের মোট ৩০০ প্রতিযোগী অংশ নিয়েছেন এই প্রতিযোগীতায়। ১৯৯০ সাল থেকে অদ্ভূত এই প্রতিযোগীতার আয়োজন করে আসছেন জর্জেন বার্কহাউট।

জর্জেন বার্কহাউট বলেন, ‘প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি এবারের প্রতিযোগীতায়।’  



(ঢাকাটাইমস/৩নভেম্বর/জেএস)