ঢাকা: হ্যালোইন পার্টিতে নগ্ন সাজ এবং সেই ছবি সামাজিক যোগাযোগ সাইডে আপলোড করার অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের দুই শিক্ষার্থীকে।
যুক্তরাষ্ট্রের আরিজোনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সোমবার রাতে হ্যালোইন পার্টিতে নগ্ন পোশাকে ঘোরাফেরা করে এবং তাদের ছবি সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
অতি দ্রুত শেয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ে ওইসব নগ্ন ছবি। আর সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নগ্ন হয়ে ঘোরাফেরা এবং সেই ছবি পোস্ট করার দায়ে বহিষ্কার করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই দুই শিক্ষার্থী নগ্ন হয়ে বিশ্ববিদ্যালয় আইন অমান্য করেছে। এই ছবিগুলো একইসঙ্গে প্রচুর দর্শক প্রিয়তা ও সমালোচনার শিকার হয়েছে।
এই হ্যালোইন পালন করা নিয়ে ইউরোপ-আমেরিকায় মাতামাতির শেষ নেই। রাতটি উদযাপন করতে সেখানে প্রস্তুতি চলে মাসজুড়ে।
যত ভূত-প্রেত আছে সবাই নাকি এ রাতে চলে আসে লোকালয়ে। আর সেই সব ভূত-প্রেতদের খুশি করতে না পারলে তো বিপদ! আর সে জন্যই এই রাতটিতে পালন করা হয় হ্যালোইন উৎসব। অক্টোবর মাসের শেষ দিনে এই হ্যালোইন পালন করা হয়।
দিনের আলো ফুরানোর সঙ্গে সঙ্গেই ছেলেমেয়েরা দল বেঁধে বেরিয়ে পড়ে। সবার গায়ে থাকে রাজ্যের অদ্ভুতুড়ে কস্টিউম।