logo ০৩ জুলাই ২০২৫
বিড়ালের বিরুদ্ধে চুরির অভিযোগ!
ডেস্ক নিউজ, ঢাকাটাইমস
১৫ ডিসেম্বর, ২০১৩ ১৪:২৭:১৯
image

ঢাকা: বিড়াল করেছে চুরি। নষ্ট করেছে ৩২টি ঘর, ছিঁড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র-এই অভিযোগে বিড়ালের মালিককে করা হয়েছে আটক!


ঘটনাটি জাপানের। বিড়ালের মালিকের নাম মামোরু ডিমিজু। জাপানের পুলিশের কাছে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘ডিমিজুর বিড়ালগুলোর আকার স্বাভাবিক কোনো বিড়ালের মত নয়। এক একটি বিড়াল যেন দানব-আকৃতির। দুষ্ট বিড়ালগুলো আমার অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করেছে।’ 


তবে ডিমিজু ঐ ব্যক্তির অভিযোগের প্রতি সন্দেহ প্রকাশ করে বলেন, ‘আমার বিড়ালগুলোকে উদ্দেশ্য করে যে অভিযোগ আনা হয়েছে, তা নিয়ে আমি সন্দিহান। ঘরে ২০টি বিড়াল ছিল। ওদের রেখে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলাম। এসে দেখি ওরা নেই। এত অল্প সময়ের মধ্যে ওরা এত ক্ষতি করতে পারে বলে আমার মনে হয় না।’


৪৮ বছর বয়সী ডিমিজু পুলিশকে তার বিড়াল পোষার তথ্য দিতে যেয়ে বলেন, ‘২০১১ সালে আমি আমার চাকরি হারাই। তারও কয়েক বছর আগে থেকে বিড়াল পোষা শুরু করি। চাকরিটা হারানোর পর অমি ওদের খাবারের টাকা যোগাড় করতে হিমশিম খেয়েছি। কিন্তু টাকা ধার করে আমি ওদের বাঁচিয়ে রেখেছি।’


(ঢাকাটাইমস/ ১৫ডিসেম্বর/এএম/২.১৪ঘ.)